সন্ধ্যা হলে ফিরতে হবে,
এই নিয়মটাই চলছে ভবে।
আজকে কিংবা দুদিন পরে,
ফিরতে হবে আপন ঘরে।


এই কৃতকর্মের সেই বকুনি
দিক সবার প্রাণে এক ঝাকুনি।
তবেই ন্যায়ের পথে চলবে সবে,
দুঃখের জ্বালা কমবে ভবে।


দুদিন পরে সব ভুলে যায়,
বাস্তবের এই কঠিন খেলায়;
সকল স্মৃতি পড়ে থাকে,
অন্তরের ওই স্মৃতির পাতায়।


প্রানের বন্ধু যায় চলে যায়,
কেউ কি তাঁরে খুঁজে পায়?
তুলসী তলায় সন্ধ্যাবেলায়
নিজের মনকে সান্তনা দেয়।


কবি বন্ধু শহিদ খানের প্রয়াণে মন ভারাক্রান্ত। কবি বন্ধু যেখানেই থাকুন না কেন যেন শান্তিতে থাকেন।