প্রভাতের আলো হলো অস্তমিত,
            আঁধার নামিছে ধীরে;  
শৈশব, কৈশোর, যৌবন অবসর,
            রেখেছে জীবন ঘিরে।


সন্যাস জীবনে এসে মনে পড়ে,
             শৈশবের কত কথা;
সাথে কৈশোরের হলি খেলা,
       আর যৌবনের অব্যক্ত ব্যথা।


যৌবনে এসে কাব্যিক মন,
              ভ্রমিছে বসন্ত বনে;
সবুজ বনানী ফুলেফুলে ভাসি,
             জুঝিছে নানান রণে।


অবসরে এসে মনে পড়ে,
            জীবনের কত অধ্যায়;
সব যেন আজ উজ্জল-তারা,
              এই কঠিন সন্ধ্যায়।


চোখে নামিছে ধীরে ধীরে,
            দুর্বোধ্য গাঢ় অন্ধকার;
দীপ্ত সুর্য্য যাবে অস্তাচলে,
           সন্ধ্যায় নামিবে আঁধার।


২৭শে অগ্রহায়ণ,১৪২২,
ইং ১৪/১২/২০১৫,
সোমবার সকাল ৭টা। ৮৩২, ইং  ১১/১১/২০১৯।