সবই যদি ওই শিল্পসম্মত
সাঁজে ফেলে হয়;
নতুন সৃষ্টি কেমনে হবে?
ক্রমেই হবে ক্ষয় ।


পুরাতন শিল্প, নতুন শিল্প,
শিল্পের দেখি বহিরঙ্গ;
অন্তরে তার কত জ্বালা,
বোঝে যে দেয় সংঘ।


বাঁধাধরা ঐ সেই শিল্পকীর্তি,
চমক কোথায় তার?
নতুন বাঁশে নতুন ভাবনায়,
বাঁধে নতুন ঘর।


কারুশিল্পে, চারুশিল্পে,
না ঢালিলে জল;
বাঁশের ঘরও হতে পারে
সেই প্রেমের তাজমহল।


২৭ শে ভাদ্র,  ১৪২৮,
ইং ১৩/০৯/২০২১
সোমবারসকাল ৮:০৯। ১৪৩৯, ১৪/০৯/২০২১।