সাঁঝের যাত্রা
     -চিত্ত রঞ্জন সরকার

দিনের শেষে, ঘুমের বেশে,
       আসছে নেমে ঐ আঁধার;
প্রাণের কথা বলবি কি রে?
       বলবি ও তুই ঐ আবার!


কোথা থেকে, কোথায় যাবি?
            কেউ তো জানেনা;
প্রাণের আবেশ আপন মনে,
            কেউ তো বোঝেনা।


আজ হারায়ে যাবে যে পথ,
             ঐ আজানার পথে;
আলোমাখা দিন তো কভু,
            আসবেনা আর রথে।


ভাবনা হেথা চুপ হয়ে যায়,
            আপন কাজের মাঝে;
নীরব বীনা বাজিয়ে এবার,
             যাত্রা রঙ্গিন  সাঁঝে।