নিঃস্বার্থের স্বার্থ সবার মঙ্গলে,
স্বার্থের স্বার্থ যায় বুঝি জঙ্গলে।
জন্মের পরে --
আমরা থাকি মায়ের কোলে,
সেই মাকে ঘৃণা করি বড় হলে।
স্বার্থান্বেষী স্বার্থ যায় না মলে,
বিশ্বশান্তি ধ্বংস হলো গণ্ডগোলে।


ধ্বংসের বার্তা আনছে কারা,
ব্যক্তি স্বার্থে স্বার্থ খোঁজে যারা;
চিনতে হবে জানতে হবে,
ওই মানুষগুলো কারা।


ছোট্ট ছিলাম ভালো ছিলাম,
বড় হয়েই মরে গেলাম;
আপন সত্ত্বা হারিয়ে গেল,
নিজেরে ব্যক্তিস্বার্থে সঁপে দিলাম।


ছিলাম ভালো মানুষ পরোপকারী
পরের মঙ্গল ছাড়া ছিল না দাবি;
মনের সব ভালো কে উড়িয়ে দিয়ে,
আজ মোদের হাতে স্বার্থের চাবি।


৫ ই কার্তিক, ১৪২৬,
ইং ২৩/১০/২০১৯,
বুধবার, খেলা ১০:৪৫। ৮২৯, ০৮/১১/২০১৯,