সত্য কথা বলব হেথা,
           সবাই শোনো দিয়ে মন;
দেশভাগের ফল কি হলো,
        সেই দুঃখ বুঝলো কয়জন।


ক্ষমতার লোভে   লড়াই হল,
                   নেহেরু জিন্নাহর;
সাধারণের প্রাণ গেল,
                   কেমন অবিচার।


জাতিদাঙ্গা ধর্মে বর্ণে,
            মানুষ  দুঃসহ যন্ত্রণায়;
মৌলবাদের শিকড় গেড়ে,
               পশুরা অর্থ কামায়।


ঘর পোড়ালো, সব হারালো,
                  শত সহস্র জনে ;
পথে-ঘাটে প্রাণ গেল,
                চিকিৎসার বিহনে।


বসে নেতারা   সব সিংহাসনে,
                  রক্ত মেখে হাতে;
ক্ষমতা    লাভের এই ফল,
                মানুষ  মরে ভাতে।


জীবন ভয়ে পালায় সবে,
           তাদের  মাতৃভূমি ছাড়ি;
কে তাহারে আশ্রয় দেবে,
               কোথায় দেবে পাড়ি?


অসহায়ের সহায় কে  বা,
                   ধরার পথ ছাড়া;
সবাই যে আজ দুর্বিপাকে,
                  চেতন চিত্ত হারা।


মনুষ্য বোধ হারিয়ে গেল,
             দল, গোষ্ঠী  কোন্দলে;
শাসক-শোষক এক হল,
               শাসন কাকে বলে।


ইং ১৬/১২/২০১৮,
রবিবার, রাত ৯টা।