সঠিক ধারণা পথের দিশা,
বেঠিক ভাবনা নামায় নিশা।
সত্যের পথ সহজ সরল,
মিথ্যা আনে শুধুই গরল।
অন্যায় যে পাপের সমান,
সত্যে, পুণ্যে থাকে না মন।
শক্তি, দম্ভ ক্ষণিকের তরে,
পুণ্য আত্মা পাপীকে মারে।
জটিল ভাবনা দুঃখের কারণ,
সহজ সরল নয় তো বারণ।
জন্ম হলেই মৃত্যু হবে,
বিষয় সম্পত্তি কোথায় রবে?
সবার মঙ্গলে দিলে জীবন,
ধন্য হবে নিজ প্রাণ মন।
জগত পূজিবে দেবতা বলে,
ধন্য জীবন বলিবে সকলে।
জগতের যত পুণ্য আত্মা,
দুঃখে কষ্টে তারাই ত্রেতা।
মরেও তাঁরা বেঁচে থাকে,
জীবন পথের বাঁকে বাঁকে।
          
১লা শ্রাবণ, ১৪২৬,
ইং ১৮/০৭/২০১৯,
বৃহস্পতিবার সকাল ৭টা। ৭৩৭ তাং ১৮/০৭/২০১৯।