সত্য বড় কঠিন
যায় না বোঝা সুজিতে;
মিথ্যা গল্প সহজ
হয় না কষ্ট বুঝিতে।


লেখা পড়া দুর্বুদ্ধ
ঐ লাগে সময় শিখিতে;
মিথ্যা যে রসময়
হয় না কষ্ট সম্পৃক্তে।


চলতে চলতে গল্প শুনি
থাকে মনে সহজে;
সেই বাস্তবকে বুকে নেওয়া
অতিকঠিন বুঝি রে।


ওই সত্যের সাথে সম্প্রীতি
সহজ মোটেই  নয়;
মিথ্যা যে অতি তরল
নিমিষেই খাওয়া যায়।


বাহু তুলে কৃষ্ণ বলা
নয় কঠিন জানি;
সত্যকে খুঁজে পাওয়া
বড় কঠিন মানি।


চেতনায় ওই চেতন শক্তি
আসেনা তাড়াতাড়ি;
আর মিথ্যাকে নিয়ে তাই
করি বাড়াবাড়ি।


২৮ শে কার্তিক, ১৪২৯,
ইং ১৫/১১/২০২২,
মঙ্গলবার সকাল ৭:৪৬।