কেউ কাঁদে কেউ হাসে,
কেউ দেখে প্রলাপ বকে,
সত্য কোথায়?
আমি ভাবি আমি ঠিক,
ট্রেন চলে ঝিক ঝিক,
প্রাণের ব্যথায়।


ব্যথা পাই পরম সত্য,
আর সব বুঝি ব্রাত্য,
যেন তুষারধবল;
জীবনের কথা ভাবি
অনিশ্চিত বুঝি সবই,
নবীন চপল।


দিনের শেষের কথা,
ভাবিতে লাগে ব্যথা,
চঞ্চল প্রাণ;
দেখি ফুলের সতেজতা,
নিয়ে প্রাণে চেতনতা,
ছড়ায় ঘ্রাণ।


এই টুকুই পরম পাওয়া,
ক্ষনিকের গান গাওয়া,
হায়রে জীবন;
যতক্ষণ থাকে শ্বাস,
ততক্ষণ রবে আশ,
এটাই স্বপন।


৪ তম বৈশাখ,১৪২৭,
ইং ১৭/০৪/২০২০,
শুক্রবার সকাল ৯টা।  ৯৯০, ২৮/০৪/২০২০।