সত্য উলঙ্গ বটে
দৃশ্যমান সব;
মিথ্যা আঁধারে ঢাকা,
শুনি কলরব।


সত্যকে সাথে নিয়ে,
চলায়মান যারা,
মিথ্যার বাঁধা এসে,
হয় সম্মুখে খাড়া।


সত্য লড়াই করে,
অন্ধকার ঘরে;
আলো এনে দেয়,
লড়াইয়ের পরে।


মিথ্যারা লড়াই করে,
শূন্য হাওয়ায়;
বাস্তবে অস্তিত্ব নাই,
মানুষের দাওয়ায়।


ওই মিথ্যা সহজতর,
বুঝাতে মানুষে;
অন্ধকারে ভূত ভাবনা,
ভয়ের আবেশে ।


সত্য বড় কঠিন বস্তু,
ভাবনার বাস্তবে;
মিথ্যাটা ছুটে চলে,
অন্ধকার ঘরে।


মিথ্যার মৃত্যু হয়,
সত্যের তা নয়;
মিথ্যারা এনে দেয়,
বাঁচবার ভয়।


সত্য- সত্য সর্বত্র
আলো ও আঁধারে;
মিথ্যারা হারিয়ে যায়,
আলো এলে পরে।


১৬ই ফাগুন, ১৪২৭,
ইং ০১/০৩/২০২১,
সোমবার বেলা ১০:৩৬।  ১২৫২, ১০/০৩/২০২১।