হৃদয়ের স্পন্দন যদি হয় স্বচ্ছ ও সুন্দর,
তুমিও হতে পারো স্বর্গের এক পুরন্দর।
জীবন সংগ্রামে তা তো হবার নয়,
থাকে হেথা কভু জয়, কভু পরাজয়।
দোদুল্যমান এই জীবনের গতি,
কি করে রাখব স্থির আপনার মতি?
সত্য সুন্দর বটে অসুন্দর মিথ্যারা
দেয় নাড়াচাড়া,
আগুনে দিলে ঘৃতাহুতি কেমনে রই বল খাড়া।
ওই অনন্ত সুন্দর বটে সে যে বহুদূর,
আঁধারে আলো খুঁজি, ভাবি বসে অন্তপুর।


৬ই পৌষ, ১৪২৭,
ইং ২২/১২/২০২০,
মঙ্গলবার সকাল ৯:১৮। ১২০৮, ২৩/০১/২০২১।