মিথ্যারা বসে আনাচে-কানাচে
সুযোগ পেলেই হলো;
ছয় নয় তারা ষোলোই হাকায়
অমানুষ যাদের বলো।


মানুষের কথা ভাবে না ওরা
নিজেদের কথাই ভাবে;
অমানুষদের কেন দেব ঠাঁই?
মানুষের মাঝে তবে।


সত্যরা চলে মেনে নিয়মকানুন
মিথ্যারা তাহা নয়;
যেখানে যেমন সেখানে তেমন
তাই সত্যের চার ছয়।


মিথ্যা করে না জবাবদিহি
এই মানুষের কাছে;
সত্য বহন করে সকল দায়
নয়তো তাহা মিছে।


সত্যের কাছে মিথ্যাই হারে
শাশ্বত এই ধরায়;
কেন মনুষ্যত্ব নিয়েও মানুষ
মিথ্যায় হাত বাড়ায়?


৩০ শে কার্তিক, ১৪২৯,
ইং ১৭/১১/২০২২,
বৃহস্পতিবার বেলা ১১:২৪।২৮৩০, ১৮/১২/২০২২।