ওরে ভাই শোনো সবাই,
                   শোনো মন দিয়া;
মনের জ্বালায় লিখতে বসা,
                  প্রাণের দুঃখ নিয়া।


প্রাণ কাঁদে বারে বারে,
                  যখন ভাবি মোরা;
জীবজগতে আমরা জীব,
                     পশু পাখি ভরা।


ওদের থেকে পৃথক হলাম;
             শুধুই মানবতার গুনে;
জীব শ্রেষ্ঠ বলে সবাই,
                   গুণের কথা শুনে।


মান,হুস, থাকলে মানুষ,
                     নইলে পশু হয়;
যারা পশুর মত বিবেকহীন,
          তাদের মানুষ বলা যায়?


পশুর মত ব্যক্তি ভোগ,
                আর কামনা-বাসনা;
যেমন খুশি চলতে থাকে,
            দেখি পাওয়ার তাড়না।


সেই পশু মনের পাশবিকতা,
                     আমরা ছাড়ি নাই;
কেমনে মোরা মানুষ হলাম,
                     সেটাই বুঝতে চাই।


২০শে আশ্বিন, ১৪২৭,
ইং  ০৭/১০/২০২০,
বুধবার সকাল ৯:০২। ১১৫৫,  ১০/১০/২০২০