শয়তানের ছলের অভাব হয় না,
তাইতো নানান কার্নিভালের বায়না।
বোকারা আর কতদিন বোকা হয়ে রইবে?
ঝলসানো আগুনের তাপ আর কতদিন সইবে?


সওয়ার ওই সময় সীমা আর কতটা আছে?
সাধারণের জীবন কি আজ হয়ে যাবে মিছে?
কে দেখাবে পথের আলো? কে দেখাবে দিশা?
আর কার আগমনে কেটে যাবে এই তমসার নিশা?


ছলে ভুলে আর থেকো না, জাগো এবার সবাই,
মোরা অধিকারটা বুঝে নেব, ভয় যেন আর না পাই।
ভয়ের ভরা হবে সারা, কঠিন লড়াইয়ের জন্য উঠে দাঁড়া,
আত্মবিশ্বাসে বিশ্বাসী যারা এই জগতে জিতবেই তারা।


            দুঃখের রাতেই জলবে বাতি,
                               দুঃখ হবে শেষ;
            আনন্দেতে আলোর মেলায়,
                         আমরা থাকবো বেশ।


১লা আশ্বিন, ১৪২৬,
ইং ১৯/০৯/২০১৯,
বৃহস্পতিবার, কাল ৭টা। ৭৮৪, ২০/০৯/১৯।