সে আসবে বলে- বলেছিল,
            আমার ছোট্ট ঘরে;
আসতে আসতে হারিয়ে গেল,
            গভীর সাগর জলে।


কত খুঁজলাম এপার ওপার,
             খুঁজে পেলাম না;
কোথায় গেল? কেন গেল?
          কে বলবে আমায় তা?


হিরার সাথে পান্না দিয়ে,
      গড়া সেই মনোহর মূর্তিখানি;    
দেখলে পরে হৃদয় ভুলায়,
       সেতো আমরা সবাই জানি।


অনুপম রূপের রূপ নেহারি,
             উলকা সম যেন;
সবাই যে তাঁর প্রেম পিয়াসী,
           অলকার পুষ্প হেন।


নাইবা এলো, নাইবা পেলাম,
        মনের মাঝে দেখতে পেলাম;
তাতেই তো ধন্য হলাম,    
     অন্তর মাঝে সেই আভাসটা পেয়ে।


এসো তুমি সময় হলে,
           আমার এই ছোট্ট ঘরে;
বসে রবো দোর খুলে;
          তোমার পথ পানে চেয়ে।


২রা মাঘ, ১৪২৪,
ইং ১৬/০১/২০১৮,
মঙ্গলবার, বিকেল ৩.৩০।