ফিরবে বন্ধু,  ফিরবে !
              ঐ দিনটা তোমার কাছে;
সেই দিনটা দাঁড়িয়ে আছে,
              দেখ চেয়ে তোমার পিছে।


যারে তুমি দূর করলে,
        অনেক দূরে এই ভোরে;
সেই ছিল তোমার আপন,
       ছিল বাঁধা নাড়ীর ডোরে।

যে তোমারে জন্ম দিল, বড় করলো-
            বুকের মাঝে রেখে;
সব আঘাত, সব ব্যথা সহ্য করলো,
           শুধুই সন্তানকে দেখে।


সেই সন্তান বড় হলো, বিয়ে করলো
                সন্তান হলো-
আর মা-বাবাকে তাড়িয়ে দিল,
                 বৃদ্ধাশ্রমে।


শেষ হলো ঐ বুড়ো-বুড়ির-
তাঁদের গড়া স্বপ্নময় সুখের সংসার;
প্রেমের বাঁধন ছিন্ন হলো,
বাজবেনা আর নাড়ির বীনার তাঁর।  


থাকবে বসে অপেক্ষাতে শেষের দিনের তরে,
আসবে সেই সাঁঝের রথ কোন এক ভোরে।
নিয়ে যাবে অনেক দূরে, সেই অজানার দেশে,
ভাববে তুমি একা একা তোমার জীবন শেষে।


সত্য মিথ্যার বিচার হবে,
          যে দিন পাপের তরী পূর্ন হবে;
সে দিন তুমি বুঝতে পারবে,
           কে ছিল- তোমার আপন-পর!


১৬ই আশ্বিন, ১৪২৪,
ইং ০৩/১০/২০১৭,
মঙ্গলবার, রাত ২টা।