আমরা নই হিন্দু, নই মুসলমান,
নই তো বৌদ্ধ, নই তো খৃষ্টান,
       শুধুই মায়ের সন্তান বাঙালী;
জাতিতে জাতিতে ভেদা ভেদ,
ঐ একুশের পূন্যতিথীতে দিয়েছি বলি।


আমরা আজ একে অপরের আত্ম,
জেনেছে বুঝেছে জগৎ আপন করিয়া,
           সেই একুশের মাহাত্ম্য।


একুশের অর্থ মাতৃভাষা,
একুশ শিখিয়েছ মাথা উচু করে হাসা।
একুশ যোগায় অকুতোভয়,
একুশ এনেছে বাঙালীর অন্তরে প্রত্যয়।


একুশে পেয়েছি গান-গাথা,
একুশ দিয়েছে আমাদের প্রাণের স্বাধীনতা।


একুশ বাঙালীর সমাজতন্ত্র,
ঐ একুশ বাঙালীকে দিয়েছে মূলমন্ত্র,
         বুঝেছে মায়ের ভাষার কথা;
আজ একুশে স্বীকৃত সকল মাতৃভাষা,
একুশ মোদের মায়ের অশ্রু,
       এই একুশ মায়ের প্রাণের ব্যথা।


এসেছি আমরা বাহান্নের একুশ থেকে,
              স্বাধীনতার একাত্তরে;
শতসহস্র মায়ের চোখে এখনও অশ্রু ঝরে।


১৭ই ফাল্গুন, ১৪২৪,
ইং ২রা মার্চ, ২০১৮,
শুক্রবার, সকাল ১০টা।