জীবন সাগরে, জীবন তরীতে,
    জীবনের গান গাই;
সেই বসন্ত রাগে, বসন্ত জাগে,
   আমিও জেগেছি তাই।


ফুল ফুটেছে প্রকৃতি সেজেছে,
   বাহার এসেছে ফাগুনে;
রঙ্গিন আবিরে জগৎ মেতেছে,
   প্রেমের প্রলয় আগুনে।


রূপে রূপময় আপন মায়ায়,
   নাচিছে যৌবনা ধরণি;
বিহগের গানে ঐ বেণুবনে,
   ডাকিছে হৃদয় হরণী।


কে দেবে বাঁধা পরাণে সাধা,
   জেগেছে সবাই রজনী;
প্রভাত বেলায় প্রাণের ভেলায়,
   আবিরে মেতেছে সরণি।


১৬ই ফাল্গুন, ১৪২৪,
১লা মার্চ, ২০১৮,
বৃহস্পতিবার, বেলা ১০টা। b.k.426.