জগতের সব তারা হবে হারা,
থাকবে না কেউ;
তবু কি প্রানের মাঝে জাগবে না,
সেই চেতনার ঢেউ।


ঢেউয়ে ঢেউয়ে ধুয়ে মুছে যাক
সকল মনের কালো;
জগত শান্তির হোক সুখের হোক,
উঠুক প্রভাতের আলো।


মানুষে, মানুষে,এই হিংসা বিদ্বেষ,
হয়ে যাক শেষ;
প্রাণের জন্য প্রাণ, হউক বলিদান,
থাক মনুষ্যত্বের রেশ।


১৬ ই ভাদ্র, ১৪২৭,
ইং ০২/০৯/২০২০,
বুধবার সকাল ৮:৫৯। ১১৭৫, ৩০/১০/২০২০।