আমরা সবাই হারাই পথে,
এমন সংসার থাক;
প্রকৃতি তাকে রাখছে ধরে
সেই হাঁসুলির বাঁক।


মনমাতানো সেই উপকথা
আছে মনের মাঝে;
হাঁসুলী বাঁক তেমনি আছে,
প্রকৃতির এই রাজে।


ধন্য মানি কোপাই নদী,
ধন্য নদীর বাঁক;
নদীর বাঁক গলার হার,
সঙ্গীতের এক রাগ।


নানান ঋতু, নানান রূপ,
সেই গলার মনিহার;
মন কেড়ে নেয়যে সবার,
রূপের বাহার তার।


৭ ই আষাঢ়, ১৪২৮,
ইং ২৩/০৬/২০২১,
বুধবার সকাল ১০:১০। ১৩৫৭, ২৩/০৬/২০২১।