সমাজসেবার মুখোশ পড়ে
রাজনীতিকরা ঘোরে;
ভালো ভালো কথা বলে,
শুধুই মুখের জোরে।


আর কতদিন  চলবে এমন?
শেষের পথে সবাই;
সময় এলে যাবো চলে,
সেই কথাটাই ভাবাই।


আমরা যারা বাইরে আছি,
নিজের সাথে লড়াই করি
ওদের ভাবনা নিয়ে;
শিক্ষা-দীক্ষার কি যে মূল্য,
আমরা আজ ওদের তুল্য,
আত্ম বলিদান দিয়ে।


নিজের ভালো বুঝলাম কই,
চুনোপুঁটি খেলো আমার দই,
ভড়কি বাজি দিয়ে;
এই প্রজন্ম বুঝবে কবে?
সেই চেতনার চিত্তে জেগে,
তাদের সর্বশক্তি নিয়ে?


১৭ ই আশ্বিন, ১৪২৭,
ইং ০৪/১০/২০২০,
রবিবার বেলা ১১টা। ১১৫০, ০৫/১০/২০২০।