অদর্শনের দর্শন মাগী দাঁড়ায়ে মোরা সবাই,
তাঁর মাঝে চেতনার আলো কতই খুঁজে পাই।
খুঁজতে গেলে অন্ধকারে ঐ সেই গভীর বনে,
জ্বালতে হবে মনের আলো আপন হৃদয় কোনে,
তবেই মোরা অপরূপ রূপের পরশ পাই।


নাম লিম্যারিক কিন্তু চেতনার আলোয় ভরা,
এমন কাব্য- কে কোথায় পাবে কারা?
ক্ষুদ্র কণা পরমাণু ভীষণ শক্তিধর,
ভীষণ তাদের বিষ্ফোরনে ভুলায় আপন পর,
সেই সৃষ্টির আদির মহাবিষ্ফোরন আজও মানব মনের জ্বর।


আমরা কারা? তোমরা কারা?
ভরাও যে ভাই তাঁদের ভরা,
সে কথা কি ভাবো একটি বার?
সে, আমি, তুমি, আমরা কে কার?
কেমনে যাব? কোথায় যাব? কে নেবে কার ভার?


নাই তো দেখা, নাই তো শেখা,
চারিদিকে শুধুই নাই এর ছড়াছড়ি,
কোথায় পাবো? কেমনে পাবো?
সেই কথাটাই কেউ না মোরা ভাবি,
জীবনব্যাপী মোদের শুধুই হুড়াহুড়ি।


আয়না তবে সবাই মিলে-
গভীর ভাবে একটা ভাবনা ভাবি,
অদৃশ্যকে দৃশ্য করে-
এই বিশ্বজগৎ চমকে দিয়ে,
চিরদিন রাখবো ধরে চলার পথের দাবি।


১৮ই চৈত্র, ১৪২৫,
ইং ০২/০৪/২০১৯
মঙ্গলবার,দুপুর ১২টা। ৬৮৮ তাং ০২/০৪/২০১৯।