অদর্শনের দর্শন মাগী মরছি মোরা সবাই,
তাঁর মাঝে চেতনার আলো-যেন খুঁজে পাই।
যদি অন্ধকারে খুঁজতে যাই ঐ গভীর বনে,
জ্বালতে হবে আলো ওরে-নিজের হৃদয় কোনে,  
সেই আলোতেই অপরূপ রূপের দেখা যদি পাই।  


সেই লিম্যারিক কিন্তু চেতনার আলোয় ভরা,
এমন কাব্য- কে কোথায় পাবে কারা?
ক্ষুদ্র কণা পরমাণু ভীষণ শক্তিধর,
ভীষণ তাদের বিষ্ফোরনে ভুলায় আপন পর,
সেই সৃষ্টির আদি মহাবিষ্ফোরন আজও মানব মনের জ্বর।


আমরা কারা? তোমরা কারা?
ভরাও যে ভাই কাদের ভরা,
সে কথা কি ভাবো একটি বার?
সে, আমি, তুমি, আমরা কে কার?
কেমনে যাব? কোথায় যাব? কে নেবে কার ভার?


নাই তো দেখা, নাই তো শেখা,
চারিদিকে শুধুই নাই এর ছড়াছড়ি,
কোথায় পাবো? কেমনে পাবো?
সেই কথাটা কেউ না মোরা ভাবি,  
জীবনব্যাপী মোদের শুধুই হুড়াহুড়ি।


আয়না তবে সবাই মিলে-
গভীর ভাবে একটা ভাবনা ভাবি,
অদৃশ্যকে দৃশ্য করে-
এই বিশ্বজগৎ চমকে দিয়ে,
চিরদিন রাখবো বেঁধে অস্তাচলের রবি।


২৩ই অগ্রহায়ণ, ১৪২৪,
ইং ১০/১২/২০১৭,
রবিবার, সকাল ৫টা।