সাদা কাগজ কালি
কেন মোরে দিলি?
মন যে দো-টানায়
ঝরে আঁখি ছলছলি।


ফুটিলে ফুল হৃদয় বাগানে,
তবেই ভ্রমর আসিবে কাননে;
আর সুবাস ছড়াবে চারিদিকে,
ভরিবে বাগান ভ্রমরের গানে।


বসন্ত এলেই দখিনা বাতাস,
সবুজের প্রাণে থাকেনা হা হুতাশ।
মন চলে যায় সৃষ্টির গানে,
ভাসায় হৃদয় প্রাণের টানে।


১০ ই মাঘ ১৪২৬,
ইংরেজি ২৫/০১/২০২০
শনিবার বিকেল ৫টা। ৯০৯, ০৭/০২/২০২০।