ভোরের পাখি শোনায় মোদের নিত্য নূতন সুর,
মন ভরে যায় প্রাণ ভরে যায়, ক্লেদ হয়ে যায় দূর।
কবির জীবন সহজ তো নয়, নানান ভাবনা আসে,
সত্য মিথ্যার কঠিন লড়াই প্রাণের মাঝে ভাসে।
অন্ধকারে আলোর দিশা আনবে বল কারা?
সাধক কবি, সুফি কবি, দর্শনে পন্ডিত যারা।
নিজের সুখের কথা ভাবে না,  ভাবে পরের কথা,
নিজের ব্যথা, ব্যথাই নয়, পরের ব্যথাই ব্যথা।
সুর পেয়েছে ব্যথার মাঝে, ব্যথায় জগত গাঁথা,
আঁধার মাঝে আলো খোঁজে, জটিল নকশি কাঁথা।
চেতনাই যে রত্ন খনি, তাই উদ্ভাসিত আলোর মণি,
ছড়িয়ে দেয় নিজের বাণী, মোরা তাই হেথায় শুনি।
কবি বন্ধু, কবি আত্ম, কবির কথা চিরন্তন সত্য,
কবির ভাবনা নয় ব্রাত্য,এই সত্য জগৎ কথ্য।
সৃষ্টির দর্শন, পুষ্প বর্ষণ দর্শন শাস্ত্র বলে,
সৃষ্টি ছাড়া হবে হারা ওই অদর্শনের ছলে।
কবি আসবে, দর্শন আসবে, আসবে নতুন ধারা
পুরাতনের হাত ধরেই তো চলে ভবিষ্যতের তাঁরা।


৩ রা আষাঢ়, ১৪২৬,
ইং ১৯ শে জুন, ২০১৯
বুধবার, সকাল ৮টা। ৭৩৮ তাং২০/০৭/২০১৯।