জীবন যুদ্ধ অহরহ,
চলছে চারিদিকে;
সেই যুদ্ধ থেমে যায়,
এসে মৃত্যুর বাঁকে।


আনন্দ তো যুদ্ধ জয়ে
মৃত্যু দিয়ে নয়;
ভাবনা তাই মনের মাঝে,
কত কথা কয়।


ভাবনা থেকে নতুন সৃষ্টি,
নূতন যুদ্ধ শুরু;
সৃষ্টি শেষে তাকিয়ে থাকি,
নাচে চোখের ভুরু।


জীবনযুদ্ধে শান্তি কোথায়?
আমরা বুঝতে পারিনা;
বুঝতে পারি হারলে, জিতলে,
আর সব তানে নানেনা।


শান্তি আনে জন্ম, মৃত্যু,
শান্তি প্রাণের ক্ষুধা;
সকল সৃষ্টি শান্তি আনে,
থাকে যদি মেধা।


৬ ই চৈত্র, ১৪২৭,
ইং ২০/০৩/২০২১,
শনিবার বেলা ১০:২৫।