মৃত্যু রূপী মরণরে তোর মিলিয়ে যাওয়ার কথা,
যতই বলি না কেন থাকনা আজ ঐ প্রাণের ব্যথা।
ও  থাকবে না চুপটি করে,
আমরা জানিনা-কখন কোথায় আসবে ঘুরে?
ভালোবাসায়, প্রেমের কথায়, পারবো না তো রাখতে দূরে।
আহারে মরন! করবি তুই ইচ্ছা পূরণ,
সময়-ক্ষণ গুনে গুনে, তাইতো ভাবি মনে মনে।
যতই বলি শুনবে না তো,
মৃত্যু রূপী মরণ তুমি আসবে ছুটে প্রেমের রূপে,
ভাসিয়ে দেবে ছড়িয়ে সৌরভ তোমার ঐ গন্ধধুপে।


৯ ই আশ্বিন,১৪২৬,
ইং ২৭/০৯/২০১৯।
শুক্রবার, সকাল ৬:৩২।৭৯২, ২৮/০৯/২০১৯।