ঝটিকায় প্রছন্ন বেকারি
ধর্মীয় মৌলবাদী সেই কর্ণধর;
হালে অবসন্ন জন্মান্তরীণ চেতনা মানুষের,
তাই রমরমা ধর্মীয় মৌলবাদ দেখি বারবার।


শাসন শোষণ ঘটে,
চারিদিকে জঞ্জাল ছড়ায় বটে;
দেখি আজ চারিদিকে মাঠে-ঘাটে,
শাসকের অপশাসনের দিগ্বিদিক ঘোড়া ছোটে।


হতাহত জনগণ চারিদিকে,
প্রলুদ্ধ মানুষের চিৎকার বাঁকে বাঁকে,
ঘোলা জলে মাছ ধরে ঝাঁপিতে রাখে ঢেকে,
নেতা-নেত্রীর রণং দেহি মনোভাব বুঝিবে কে তাকে?


জনগণ বোকা বুঝি?
গণতন্ত্র সংবিধানের রাখে সুচি,
ন্যায়-নীতির কতকথা রেখে যায় মাঝামাঝি,
দেশ-জাতির দিশা দিতে মুখ ঢাকা নায়কেরা বুঝি কাজী?


ওরা ভুল করে যাবে,
তবু লাজ লজ্জা অপ শাসকের নাহি রবে,
আহত ক্ষুধার্ত জনগণ একদিন মেপে নেবে,
সেই ভয়াল ঘূর্ণিঝড়ে অত্যাচারী নায়কেরা ভেসে যাবে।


১৬ ই মাঘ, ১৪২৬,
ইং  ৩১/0১/২০২০
শুক্রবার সকাল ৮:১৫।  ৯২১, ১৯/০২/২০২০।