শতবর্ষের আলোকে জাতির পিতা,
অর্ধশতকের আলোতে জন্মভূমি মাতা,
সন্তানহারা মায়ের ব্যথা বুঝবে বল কে?
দস্যু যারা মারলো তারা,
আমরা হলাম ভাতৃ হারা,
এখনও মায়ের সন্তান আরও বেঁচে আছে যে।


এই বাঙালি নেবে শোধ,
করে ভ্রাতৃ হত্যার প্রতিরোধ,
দেখবে জগত  বাঙ্গালীদের আবার চক্ষু মেলে;
মায়ের শত্রু ভাইয়ের শত্রু,
ওরা শত্রু মোদের জাতির,
শত্রু হবে তারাও মোদের, ওদের আশ্রয় দিলে।


ভাইয়ের শোকে জাতি কাঁদে,
যারে সবাই জাতির পিতা বলে,
তার রক্ত মিশে আছে ওই দেখো মায়ের বুকে;
সবুজ দেশের লাল সূর্য,
তাইতো ওঠে বিজয় তূর্য,
সবার চোখে অগ্নি ঝরে দেখো ঐ ভাইয়ের শোকে।


জাতির পিতা থাকবে বুকে,
বাঙ্গালীদের স্মরণ শোকে,
কেউ কোনদিনও আর কেড়ে নিতে পারবে না,
এই বাঙালিরা রাখবে তাঁরে
বাঙালিজাতির মাথার পরে,
ফুলের মালায় অশ্রুভরা স্মরণসভায় শ্রদ্ধাভরে।


২রা চৈত্র, ১৪২৬,
ইং ১৬/০৩/২০২০,
সোমবার, সকাল ৭:৩০। ৯৪৮, ১৭/০৩/২০২০।


               "মুজিব শতবর্ষ"