শিক্ষক দিবস ছাত্রদের কাছে,
                        বড় আদরের দিন;
ছাত্ররা  সাদরে গ্রহণ করে
                           পথ চলার ঋণ।


যেমন মা ছাড়া হয়না সৃষ্টি,
                       এই আমাদের দেহ;
শিক্ষক ছাড়া সত্যের পথ,
                      পাই না তো কেহ।


জগতে সত্য পথের পথিক,
                  প্রকৃত  শিক্ষকরাই হয়;
এই কঠিন জীবন পথে,
                       তাঁরাই পথ দেখায়।


অতীতের জ্ঞানীগুণী যারা,
                            এই ধরায় ছিল;
দুঃখ-কষ্ট সহ্য করে তারাই
                         নতুন জীবন দিলো।
              
এই সত্যকে নিয়ে সাথে,
                              যারা পথ চলে;
কভু আধাঁরে পায় না ভয়,
                             সে কথাই বলে।


আর কতকিছু শিখি মোরা,
              প্রতিদিন শিক্ষকের কাছে;
মাতাপিতা প্রথম শিক্ষাগুরু,
                      থাকে মোদের পাশে।


মায়ের আঁচল ধরে সন্তানের,
                                  শুরু পথ চলা;
জগতে মা ছাড়া সন্তানের,
                                নাই কিছু বলা।


তেমনই এই জীবন পথে,
                    শিক্ষকের বড় অবদান;
শুধু প্রকৃত ছাত্ররাই পারে,
                                রাখতে সেই মান।


ছাত্র-শিক্ষক মিলেমিশে,
                          যেন হরিহর আত্মা;
আপদে-বিপদে হয়ে ওঠে,
                       তারাই মানুষের ত্রেতা।


শিক্ষকের বিকল্প এ জগতে,
                                   আর কিছু নাই;
প্রকৃত শিক্ষকই জগৎগুরু,
                         যেন মোরা খুঁজে পাই।


১২ ইং ভাদ্র, ১৪২৭,
ইং  ২৯/০৮/২০২০,
শনিবার সকাল ৭:৩৫। ১১৬৭,। ২২/১০/২০২০।