ছন্দে ছন্দে মনের আনন্দে,
                    নাচিবে মনের কথা;
শীতের শেষে বসন্ত এসে,
                     রচিবে ছন্দ গাঁথা।


ভরিবে প্রান, উঠিবে তান,
               রাখালের বাঁশির সুরে;
সবুজে সবুজে সবুজ হবে,
                চোখ যাবে যত দূরে।


মন ভুলাবে প্রান দোলাবে,
             কোকিলের কুহু কুহু রবে;
ধরনী নাচিবে ছন্দধারায়,
         প্রেমের মুকুল  ফুটিবে ভবে।


১লা ফাল্গুন, ১৪২৪,
১৪ই ফেব্রুয়ারি, ২০১৮,
বুধবার, ভোর ৬টা।   B.k.417.