শোনো হে মানুষ ভাই,
কিছু কথা বলতে চাই
তোমরা আপন ভেবে শোনো না;
মাথা মোর ঠিক নাই,
আম ফান, করোনা এলো তাই,
আমি এখন কি বলি  বলো না?


চারিদিকে ছড়াছড়ি,
কোথায় গিয়ে মোরা মরি?
সবাই তোমরা একটু ভাবনা;
দেখ হিংসা দ্বেষে ভরা,
হেথা শাসক আছে যারা,
দেশের মানুষকে পরিযায়ী করোনা।


প্রতিবাদী মাওবাদী
কারো কারো সেই দাবি
ওরে তোমরাও বুঝে কেন বোঝনা?
কেউ হলো বিদেশি,
ধর্মকে করে দোষী ,
এমন দেশের শাসন সত্যিই মানিনা।


বক্তৃতায় খই ফোটে,
দলে দলে কত জোটে
মিথ্যা আশ্বাস তারা কি বোঝেনা?
সীমানার ওপারে
যুদ্ধের হুংকারে
দেশের জনমনে আগুন জ্বেলোনা।


অসাধু ব্যবসায়ী,
মূল্যটা নেবে বেশি,
নিত্যপণ্য টা বাজারে পাবো না;
আম-ফান করোনা,
আর দেশের সীমানা,
কত জীবন নেবে সে কি বোঝনা?


এমনিই দেশে হাহাকার,
বলো কে নেবে কার ভার?
জনগণের বাঁচাটা কঠিন হবে না?
দেশের ধনী লোক,
করবেনা কোন শোক,
মুনাফাটা বুঝে তারা নেবে না?


ধনী লোক ধনী হবে,
গরিবরা মরে যাবে,
জনগণ তুমি কেন আজও বোঝো না?
খানিকটা চুপটি করে,
বসে আপন ঘরে,
সমূহ বিপদের কথা ভাবতে পারো না?


বাঁচতে যদি চাও,
নিজেরটা বুঝে নাও,
অবুঝের মত আর ছোটা ছুটি কোরোনা;
বিপদের এই দিনে,
আপনকে নেও চিনে,
তাহলেই দেশের জনগণের দুঃখটা রবেনা।


৪ঠা আষাঢ়, ১৪২৭,
ইং ১৯/০৬/২০২০,
শুক্রবার রাত ১২:১৩ ১০৪১, ১৯/০৬/২০২০।