প্রেম স্বর্গ প্রেম মর্ত্য,
                      প্রেমময় ত্রিভুবন।
জীবনের কাব্য তাই বলে,
                        তুমিই সুমহান।


প্রেমের খেলা প্রেমের বলা,
         সে তো প্রেমিকার সাথে হয়;
প্রেমই বসন্ত, প্রেমই শাশ্বত,
          ধরায় ফল্গুধারার মতো বয়।


প্রেম ছাড়া জীবন মরুভূমি হয়ে যায়
প্রেমের শীতল বাড়ি শান্তির দিশা দেয়।
প্রেম হারা পথিকেরা থাকে আঁধারে ঘেরা,
আলোর পরশে এসে মুক্ত হয় তারা।


প্রেম দিয়েছে দৃষ্টি তাই এই নূতন সৃষ্টি,
    ফুলে ফলে প্রকৃতি সেজেছে;
প্রেমহীন মনোভাব এনেছে সংঘাত,
   জীবনে তাই দুর্বিপাক নেমেছে।


প্রেমের শীতল জলে ধুয়ে দিক প্রকৃতিরে,
    হিংসা-দ্বেষ হয়ে যাক দূর;
নামুক শান্তিধারা ভেঙেচুরে বন্ধ কারা,
   জীবনে উঠুক আনন্দের সুর।


২৮শে কার্তিক, ১৪২৫,
ইং ১৫/১১/২০১৮,
বৃহস্পতিবার, সকাল ৭টা।  635 dtd 18/11/2018.