অনিত্যের নিত্য তুমি,
জেগে থাকি দিবা-যামি,
                    তোমার আশায়;
তুমিই তো মন ও প্রাণ,
সুশোভিত ফুলের ঘ্রাণ,
          জীবনের ভালোবাসায়।


শত্রুর শত্রু তুমি
মর্ত্যের মর্ত্যভূমি
                 মোদের নিরাশায়;
নিরাশার আশা তুমি,
ভাষাহীনর ভাষা তুমি,
                   বিপদের আশ্রয়।


অবিশ্বাসের বিশ্বাস তুমি,
পরপারের কিবা জানি,
                শুধু ভাবনায় থাকি;
যারা ছিল চলে গেল,
ফিরে আর নাহি এলো,
                  দুঃখ হৃদয়ে মাখি।


আমরাও যাব চলে,
সেইদিন এলো বলে,
                      জানা হলো না;
রহস্য রইল ঢাকা,
চারিদিক শুধু ফাঁকা,
                      শূন্য মহাশূন্য, বা:!


২২ শেষ শ্রাবণ, ১৪২৬,
ইং ০৮/০৮/২০১৯,
বৃহস্পতিবার, সকাল ৭টা। ৭৫১, তাং ১০/০৮/২০১৯