আমি ছুটতে ছুটতে-
ছুটেছি বাটে, ছুটেছি পথে,
              ছুটেছি গ্রামময়;
কভু শিশির ভেজা-
দুর্বাদলের পরশে আমি,
             দেখেছি সূর্য্যদয়।


অনুপম সেই প্রকৃতির মাঝে-
         হারায়ে যে কত সুখ;
শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে,
অবসরে এসে, শুধুই পেয়েছি দুখ।


স্মৃতির পাতায় আজও ভাসে,
কৈশোরের রূপময় স্মৃতি যত;
আল ধরে যেতে যেতে,
সরিষার ফুলের ক্ষেতে-
হলুদ আবিরে সেজেছি কত।


আবির নয়, আবির নয়,
           সে তো ফুল রেণু;
আজও অন্তরে মম শুনিতে পাই,
          ভ্রমরের সুমধুর বেণু।


পশ্চাত ফিরে চেয়ে দেখি-
       মোর কিছু নাই, কিছু নাই;
বাস্তবে হারায়ে ফেলেছি সবই,
     অন্তরে শুধুই স্মৃতির পরশ পাই।  


৯ই পৌষ, ১৪২৪,
ইং ২৫/১২/২০১৭,
সোমবার, সকাল ১০টা।