সময় শেখায় জীবন কালে,
      মানুষকে হাতে ধরে;
সময়ের মতো এমন গুরু,
     পাবে না এই ভবে।


আমার ক্ষমতা আমি বুঝিনা,
      জ্ঞানের পরিধি কত?
অসফলতা বার বার ফেরে,
       অনুভবি দুঃখ যত।


নিদ্রায় থাকি সুপ্ত চেতনায়,
       জাগ্রত হব কবে?
দম্ভই আরম্ভ মোদের জীবনে,
       বিনাশ হতেই হবে।


আমি ক্ষুদ্র, ক্ষুধার্ত প্রাণ,
        নিজের জন্য খুঁজি;
সার্বজনীন শান্তি বুঝিনা,
       নিজের স্বার্থই রুজি।


সময় শেষে দেখি অন্ধকার,
       গোলকধাঁধায় পরি,
জীবনে শিখিলাম না কিছুই,
       সময় কালকে ধরি।


৬ ই মাঘ, ১৪২৬,
ইং ২২/০১/২০২০,
বুধবার সকাল আটটা। ৮৯৬, ২৫/০১/২০২০।