মানুষ লোভে আত্মহারা,
তাই পায় না খুঁজে পথ;
আপন-পর সব ভুলে যায়,
ফলে চাপায় নিজের মত।


পথ হারারা কেমনে দেবে
বল পথের দিশা;
নিজের সুখে মত্ত তারা,
কেমনে কাটবে নিশা।


মত ও পথের গভীর খাদে,
চেতন চিত্ত জড়;
চেতনা বলে আর পারি না,
আঁধার বুঝি বড়।


বড় ছোটর এই যে খেলা,
ছোটই বড় হয়;
শুধু বড় হওয়ার ভাবনাটাই,
করতে পারে জয়।


বটবৃক্ষের ছায়া দানি,
শীতল হউক প্রাণ,
প্রকৃতিতে উঠুক জাগি,
সোঁদা মাটির ঘ্রাণ।


১৬ই চৈত্র, ১৪২৫,
৩১ শে মার্চ, ২০১৯,
রবিবার, বেলা ২টা।  ৬৮৭ তাং ৩১/০৩/২০১৯।