প্রকৃতি হেনেছে আঘাত জীবনে মরণে,
               আমরা কেঁদেছি শুধু;
সেই আঘাত এনেছে চেতনা অগাধ,
               জেগেছে মনন বধূ।


ওই চেতনায পেয়েছে সৃষ্টি সুধা,
              ভাবনা দিয়েছে রূপ;
আজ রূপে রূপময় এই ধরণী,
              ধ্যানমগ্ন সবাই চুপ।


ফেলে নিঃশ্বাস অবাক বিশ্বাস,
            একি মানুষের সৃষ্টি!
বুঝিতে চায় নাই, সুযোগ পায় নাই,
             মেলেছে একোন দৃষ্টি?


সেই সৃষ্টি সুধা এনেছে ক্ষুধা,
           নতুন নতুন ভাবনায়;
নতুনে মেতে এ প্রাণ দিতে,
        মানুষ বসেছে সাধনায়।


২৮ শেষ বৈশাখ,১৪২৭,
ইং ১১/০৫/২০২০,
সোমবার, বেলা ১২:১০। ১০১২, ২০/০৫/২০২০।