তিনি আছেন কর্মের মাঝে,
প্রভাত থেকে সন্ধ্যা সাঁঝে।
খাবার তিনি রাখছেন দিয়ে,
আনতে হবে নিজে গিয়ে।
ঘরে বসে যায়না পাওয়া,
তাই -
কঠিন লাগে তাহার দেওয়া।
আমার কর্ম আমি করব,
দেওয়াটা যে তাহার ধর্ম।


কর্মচ্যুত হবে না সে,
মোদের কর্মেই ভাবনা আসে।
তাহার সৃষ্টি আমরা সবাই,
দেখার ভার তাঁহারই  তাই।
বিশ্বাস করি আমরা সবাই,
সৃষ্টিকর্তা তিনি ই পিতা;
বলে মোদের-
ঐ কুরআন, বাইবেল, গীতা।
সৎকর্ম করলে সবাই
তাহার স্নেহ মিলবে রে ভাই।


ছেড়ে দাও সব হিংসা দ্বেষ
এটাই পরম পিতার নির্দেশ।
ভাবো শান্তির কথা সুখের কথা ,
পরের ক্ষতির ভাবনা শুধুই বৃথা।
দিন ফুরালে যেতে হবে তাহার কাছে,
সে কথা কি মোদের সবার মনে আছে?
জিজ্ঞেস করবে কৃতকর্মের নাম
বলবে খুন ধর্ষণ করে এলাম?


ভালো কর্ম করো সবাই,
যেন পিতার কাছে আশিস পাই।


৩ রা অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তারিখ ২০/১১/২০১৯,
বুধবার, সকাল ৮টা। ৮৪১, ২০/১১/২০১৯।