সুবোধ তুই কোথায় পালাবি?
                   এই অবোধের দেশে;
তোর পক্ষে থাকবেনা কেউ,
             প্রকাশ্যে কিংবা ছদ্মবেশে।


বেঁচে থাকার এ লড়াই,
                    লড়তেই যে হবে;
ভয় পেয়ে সুবোধ কভু,
               রবেনা ঐ পশ্চাতে।


অবোধের ধ্বংস হবে-
          সেই সুবোধের হাতে
সুবোধ দেখাবে পথ,
          আদির স্রষ্টার মতে।


অপূর্ব প্রেমের দেশ,
          সুবোধ-হৃদয় তোমার;
প্রেমের ঝলকে ভরুক,
          ধরণীর পরাণ সবার।

২৩শে আশ্বিন,১৪২৪,
ইং ১০/১০/২০১৭
মঙ্গলবার, সকাল ৮টা।