শুধু বিশ্বাস সত্যতা হেথা নাই,
ভীরু মন তাই শুধুই ভয় পাই।


জন্মিলে মরিতে হবে,
অন্যথা হয়েছে কবে?
          নয় হেথা মোরা চিরন্তন;
সময়ের সাথে সাথে,
দেহের পরিবর্তন ঘটে,
       তাই এই সব কালের মন্থন।


ভীরু মন ভয় পায়
অদৃশ্য ও দৃশ্য হয়,
       শুধুই মৃত্যুভয় তাহার কারণ;
প্রকৃতি শিখায় মোদের,
করিও না ভয় ওদের,
      দৃঢ়চেতা সাহসীরা করে বারণ।


১ লা পৌষ, ১৪২৫,
ইং ১৭/১২/২০১৮,
সোমবার সকাল  ৮টা।