সুযোগ এলেই সুযোগ নাও
মন্দ ছেড়ে ভালোর টানে;
একবারই যে আসে সুযোগ
ঝংকারীতো ঐ জীবন গানে।


পালা বদল মুহূর্তে হয়
জীবনের ওই ধাপে ধাপে;
আমরা সংকীর্ণতায় জড়িয়ে থাকি
ওই ছোট্ট ঘরের সীমানাতে।


সময় গেলে আসে না আর
ফিরে সুযোগ আর কখনও;
এই কথাটা বোঝাতে গিয়ে
যায় না কভু তাই শেখানো।


কেউবা শেখে পড়ে লিখে
কেউবা শেখে শুধুই দেখে;
শেখে কেউবা মুখে শুনে
চরম শিক্ষা হয় যে ঠেকে।


২২ শে কার্তিক, ১৪২৯,
ইং ০৯/১১/২০২২,
বুধবার সকাল ৮:৪৫। ১৮২১, ০৯/১১/২০২২।