সুখ সুখ বলে সুখের খোঁজে,
কেন বারে বারে মরিস ঘুরে,
সুখ চলে গেছে অনেক দূরে,
               মানুষকে ছেড়ে।


যে যারে যত কাছে পেতে চায়,
সে ততই তাঁরে দূরে ঠেলে দেয় ,  
      লুকাবে দূর্গম পাহাড়ের কোলে;  
সুখের পিছনে যতই ছুটিবে,  
দুখের ভাড়ার ততই বাড়িবে,
       আলো আঁধারে খেলার ছলে।  


মেঘের আড়ালে লুকায়ে সূর্য্য,
         দেখিতে পাই কি মোরা?  
তাই বলে কি প্রভাতের রবি,
           ছুটায়না তাঁর ঘোড়া?


সবার কাছে সবই আছে,
          ভাল মন্দে মিলে মিশে;
দুঃখের আঁধার যদি আসে,
         সুখের আলো পাশে হাসে।


জীবনের এই পরম সত্য,
      মানুষ ধীরে ধীরে মেনে নেয়;
আঁধারের পরে আলো,
     চেতনাই শুধু করতে পারে জয়।
        

২৪শে পৌষ, ১৪২৪,
ইং ০৯/০১/২০১৮,
মঙ্গলবার, সকাল ৮.৪৫।