শান্তির পৃথিবী আজ-
          অশান্তির বাসা;
চারিদিকে ক্রমে ক্রমে
         বাড়িছে নিরাশা।


দারিদ্রতা, লোকাধিক্য,
         দেশে দেশে আজ;
অর্থনৈতিক প্রতিবন্ধকতা,
        কিছু দেশের কাজ।


উগ্রপন্থা, দস্যুবৃত্তি,
        আজ গ্রাসিছে ধরা;
লোকক্ষয় প্রাণনাশে,
        মোরা দিশে হারা।


দুর্ভিক্ষ, মহামারী,
       নিত্য মোদের সাথী;
সুখস্বপ্ন নিয়ে তবু,
        মোরা মালা গাঁথী।


ইং ২০/০৮/১৯৯৪,
শিলবারি, আসাম। ৮০৮, ১৬/১০/২০১৯।