সুখ ভোগ, শান্তি নয়,  
মানুষ অকালে তাই মরে;
জানিনা লালসার শেষ কোথায়?
শুধু জানি-লালিত্য ধ্বংস করে।


শান্তি আজ ধরা ছাড়া,
সে তো কবে গেছে মারা,
মানুষের অন্তর হতে;
যবে ব্যক্তি স্বার্থ ধরায় এলো,
সব হলো এলোমেলো,
সেই আঁধার রাতে।


মনের আনন্দ খোঁজ-
প্রানের আরামে;
তবেই পাবে আত্মার শান্তি,
তুমি ক্রমে ক্রমে।


২৩শে চৈত্র, ১৪২৪,
ইং ০৭/০৪/২০১৮,
শনিবার ভোর ৬.৩০মিঃ। বি,কে ৪৪৬ ।