হিংস্র দানব জঙ্গলে বাস,
ছিল একদিন মানুষের ত্রাস।
তারা বর্তমানে হারিয়ে গেছে,
এই দু-পেয়েদের সেই ত্রাসে।
তারা মানুষ নামে যদিও আছে
জঙ্গল, হিংস্র-দানব তাদের গ্রাসে।


আমাদের সাধু সন্ন্যাসী যাহারা ছিল,
পাহাড় পর্বত ছেড়ে সমাজে এলো।
ইন্দ্রিয়সুখ যোগী ত্যাগী তারা,
সমাজে এসে হলো সব হারা।
যৌন লালসায় আজ মত্ত তারা,
রাম রহিমের মত আছে যারা।


আঁধার থেকে সমাজে এসে
এই আলোতে গেল ওরা মিশে।
হল এরাই সেই ক্ষুধার্ত হিংস্র শ্বাপদ
মানুষরূপে সমাজে বাড়ায়েছে বিপদ।
এরাই এখন রাজা হতে চায়,
ধর্মের নামে আজ প্রেম বিলায়।


কামিনী কাঞ্চনে আছে এরা ডুবে,
এদেরকেই মানুষ সাধু বলে ভাবে।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ,
জগৎ জুড়িয়া ঘৃণ্য এই দিন।
হিংসা দেশে ভরে গেছে ধরা,
সুখের বসন্ত আজ মোরা হারা।


উঠুক চেতনা মনের যাতনা,
হিংসা ছেড়ে হউক মানব বন্দনা।
তবেই হবে এই মানুষের জয়,
মানবো না আর মোরা পরাজয়।
চেতনা আসুক মানুষের মনে,
ঢেলে দিক প্রাণ পুনর্গঠনে।


হিংসা-দ্বেষ হয়ে যাক শেষ,
মুছে যাক সব অতীতের রেশ।
জীবন ভাসুক আনন্দ ধারায়,
মানুষ যেন আর সুখ না হারায়।


৬ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং ৩৩/১১/২০১৯,
শনিবার, সকাল ৯:৪৫। ৯০১, ৩১/০১/২০২০।