সুখের পরেই দুঃখ আসে
     দুঃখের পরে সুখ,
আবার সুনির্দিষ্ট সময় পরে
    লাগবেই তোমার ভুখ।


ভাঙ্গলে এপার গড়বে ওপার
    প্রকৃতির নিয়ম এটাই
সাধুর সঙ্গে সাধু থাকে
      চোরের সাথে বেটাই।


ভালোর ভালো, মন্দের ভালো,
      ভাববার সময় কই;
নিজেরে নিয়ে ব্যস্ত সবাই
      জ্ঞানী আমরা নই।


দিনের শেষে অস্ত বেলায়
    ভাবতে বসি মোরা;
ভাবতে ভাবতেই তরী ছাড়ে
    পারিনা দিতে জোড়া।


সময় থাকতে ভাবো সবাই
    না হলে সময় পাবে না
কালের মতি দ্রুত গতি
   পরোয়ানা তুমি পাবে না।


২১ শে আশ্বিন,  ১৪২৮,
ইং ০৮/১০/২০২১,
শুক্রবার সকাল ১০:২৫। ১৪৬৪, ০৯/১০/২০২১,