সর্বনিম্ন চাহিদা যাহার
সে-ই সুখী ভবে;
অনন্তের আশায় থেকে
কে সুখী হয়েছে কবে?


অল্পতে সুখী যে জন
সুখ তাঁহার দাস;
বেশির আশায় থাকলে
সে করে হাঁসফাঁস।


সুখের ভৃত্য হয়ে বাঁচা
কষ্টের শেষ নাই;
অল্পে সুখী এমন মানুষ
আমরা কোথা পাই?


কেউবা সুখী ওই সাধনায়
অল্প কিছু পেলে;
যতই দাও সুখী হয়না
ওই ধনীর ছেলে।


অল্প পেয়ে হাসতে পারে
শুধুই গরীব মানুষেরা;
ধনীরা সবাই কষ্ট পায়
ভরেও নিজের গোলা।


১০ ই জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ২৫/০৫/২০২২,
বুধবার সকাল ৯:৫৩। ১৬৯৩, ২৮/০৫/২০২২।