সুন্দরের সৌন্দর্য বোধ অসুন্দর ও হয়,
প্রেম প্রীতি ভালোবাসা যদি উড়ে যায়।
দীনের ধন প্রেম দান,সমাজে স্বীকৃত,
ধনীর দানবীয় আচার জগতে বিবৃত।
সুন্দর সাম্যতা হৃদয়ে জড়ায়ে রাখে,
কুৎসিত অত্যাচার দেখি জীবনের বাঁকে বাঁকে।
সিতাংশু আছে প্রাণে মানুষের সবার,
পায় না দেখিতে তাহা মনের আঁধার।
ব্যক্তিস্বার্থ ধনলোভ ক্ষণিকের মোহ,
সুন্দর সাম্যতা ছাড়ি কেন তাহা সহ।


১২ ই মাঘ,১৪২৬,
ইং ২৭/০১/২০২০,
সোমবার সকাল আটটা। ৯১০, ০৮/০২/২০২০।