স্বাধীনতা বনাম কারা,
          যুগের হাওয়া বইছে যারা,
                    ভাবতে হবে নতুন করে।


পাখিরা সব ঊড়ে বেড়ায়,
           খাবার খোঁজার সেই মানসে,
                     বিষাক্ত এই বায়ুর দেশে।


মেঘ-রৌদ্রের তুলনায় আসি,
         আমরা না কি ভারতবাসী?
                শরৎ-হেমন্তের সন্ধিক্ষন ভালবাসি।


মানুষের বোধশক্তি জন্ম দেবে,
          নতুন চিন্তা নতুন করে,
                    এই জগৎটাকে আপন ভেবে।


মোদের হেথায় কি সাধনা? কারে সাধা?
      আমরা কি উপনিবেশের শাসনে বাঁধা?
           হেথায় প্রেম বিলায় স্বদেশী শোষকের রাঁধা।


স্বাধীনতার প্রতারণা শশীভূষণ আর মানেনা,
  বন্ধ কারার হিমশীতলতা কেমনে মানে সে জানেনা,
        প্রস্তুত সবে-উত্তর দেবে মানুষের এই চেতনা।


    কাহারও ইচ্ছা হল খুন করবে,
                এই তো তাঁহার স্বাধীনতা;
    ব্যক্তি ইচ্ছা, ব্যক্তি ভাবনা,
              ব্যক্তি স্বাধীনতার এই প্রবণতা?


    উঠে আসে বারে আব্রে,
    কাম কামনা সবার ওরে,
                    এ যে প্রকৃতির নিয়ম;
    সবার সামনে আনলে পরে,
    যায় না কভু বাঁধা তারে,
                ও যে চোখ ধাঁধানো নিয়ন।


    সুস্থ ভাবনা হবে হারা,
         কাম-কামনায় জ্বলছে যারা,
                 বিশৃঙ্খল করবে সমাজটাকে।


    যৌনভোগ নয় তো রোগ,
    না পাওয়াটাই চরম শোক,
                  একটা সময় কেটে যাবে;
    চেতন চিত্ত বলে দেবে,
    মন্দ-ভালো কোথায় সবে,
                তবেই মাতাপিতা বেঁচে রবে।


    বিচারপতির সমকামিতার রায়,
          সমাজটাকেই করবে ক্ষয়;    
              এর নাম ব্যক্তি স্বাধীনতা নয়।


    পরের সুখে আমি সুখী,
    পরের দুঃখে আমি দুঃখী,
                   সেই ভাবনা যবে হবে;
     সবার জীবন,আমার জীবন,
     সবার মরণ, আমার মরণ,
                তবেই স্বাধীনতা বেঁচে রবে।


৯ই কার্তিক, ১৪২৫,
ইং ২৭/১০/২০১৮,
শনিবার বেলা ১০টা।